আপনি জানলে অবাক হবেন এখন থেকে আপনি ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে পারবেন। আসলে এমন কথা অনেকেই আপনাকে বলে থাকবে কিন্তু আসলে এসব কথা মটেও সঠিক নয় কারণ টাকা ইনকাম করা যদি এতো সহজ হতো তাহলে সবাই অনেক টাকার মালিক হয়ে যেতো।
বর্তমানে অনেক প্রতারক চক্র সাধারণ মানুষকে বিভিন্নভাবে ফাঁসিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা কথা সবসময় মনে রাখবেন পৃথিবীতে কোনো কিছুই ফ্রি না। লটারী খেলে টাকা ইনকাম করতে হলে আপনাকে প্রথমে টাকা বিনিয়োগ করতে হবে এবং এই টাকা ফেরত পাবেন কিনা এটি বলা যাবে না।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম অ্যাপ
বর্তমান সময়ে যেহেতু লটারী খেলে টাকা ইনকাম app অনেক রয়েছে। তাই আমরা এমন কিছু অ্যাপস এর কথা উল্লেখ করেছি। যে অ্যাপস গুলি ইন্সটল করে আপনি খুব সহজেই সেই অ্যাপস এর মধ্যে লটারি খেলে টাকা ইনকাম করে সেই টাকা আপনি আপনার হাতে নিতে পারবেন।
নিম্নলিখিত ইনকাম করার জন্য বিশ্বস্ত apps। তাই আপনি যদি সত্যিই ইনকাম app অ্যাপস খুঁজে থাকেন সেক্ষেত্রে আপনি নিম্নলিখিত অ্যাপস গুলি ব্যবহার করুন।
Free Birthdate Lottery
Free Birthdate Lottery হলো এমন একটি ওয়েবসাইট যেই ওয়েবসাইট ব্যবহার করে আপনি ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিতে টাকা ইনকাম করার জন্য আপনাকে তাদের ওয়েবসাইট আপনার সঠিক তথ্য দিয়ে রেজিষ্টেশন করতে হবে। কারন আপনার জন্ম তারিখ এবং সাল অনুযায়ী তারা টাকা প্রদান করে থাকে।
এই ওয়েবসাইটে রেজিষ্টেশন করার জন্য কোন টাকার প্রয়োজন হয় না। আপনি এখান থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসইট টা হলো মূলত বার্থডে ড্র। আপনার বার্থডে ডেট অনুযায়ী আপনাকে সেখান থেকে ফ্রিতে টাকা প্রদান করা হবে। আপনি আপনার জন্ম সাল অনুযায়ী যেকোন কিছু পেতে পারেন।
Winzo । Play mobile Game & Win cash
উঞ্জো হলো ভারতীয় একটি ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটে জয়েন করলে সঙ্গে সঙ্গে পাবেন ভারতীয় টাকায় ৫৫০ টাকা বর্তমান সময়ে। জয়েন করার পর আপনি ফ্রিতেই তাদের ওয়েবসাইটে বা অ্যাপসের মধ্যে গেম খেলে খুব সহজেই হাজার হাজার কয়েন জিতে সেখান থেকে আপনি সেই কয়েনগুলো ক্যাশে পরিণত করুতে পারবেন।
তাই আপনি যদি ভেবে থাকেন ফ্রী লটারি খেলে টাকা ইনকাম করবেন তাহলে আপনি এনজিও অ্যাপসটি ডাউনলোড করুন অথবা google এ সার্চ করুন উইন্ডো লিখে। তাহলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনি সেই ওয়েবসাইটটি ওপেন করবেন তাহলে আপনি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। থেকে বর্তমানে অনেকেই হাজার হাজার টাকা ইনকাম করছে তাই আপনিও পারবেন থেকে টাকা ইনকাম করতে।
pick my postcode
পিক মাই পোস্ট কোড এই ওয়েবসাইটটি পেতে হলে অবশ্যই আপনাকে গুগলে সার্চ করতে হবে পিক মাই পোস্ট কোড(pik mu post code) লিখে। তাহলে প্রথমেই যে আপনি ওয়েবসাইটই পাবেন সেই ওয়েবসাইটটি ওপেন করবেন। এরপর তাদের ওয়েবসাইটে জয়েন করবেন।
জয়েন করা হলে তারা প্রতিদিন একটি করে ড্র দেয় আপনি যদি সেই দ্রুত যেতে যান সে ক্ষেত্রে আপনি প্রতিদিন 10 ইউরো করে পাবেন।
Freemoji Lottery
আপনি যদি গুগলে সার্চ করেন ফ্রি ইমোজি লটারি লিখে তাহলে খুব সহজেই তাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আপনি যদি লিখে সার্চ করেন তাহলে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে আপনি সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এরপর আপনার সামনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন হবে।
আপনার যদি ইতিমধ্যে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগইন অপশন থেকে আপনার অ্যাকাউন্টটি লগইন করে নিতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন এই ওয়েবসাইটে তাহলে জয়েন ইন দা ফান অপশনে ক্লিক করলে আপনি খুব সহজেই তাদের ওয়েবসাইটে জয়েন হতে পারবেন। এবং আপনি প্রতিদিন সেখানে ড্র করতে পারবেন ফ্রিতে। এবং আপনি $20 ডলার জিততে পারিন।
আরও পড়ুন: ভিডিও দেখে টাকা ইনকাম করার উপায় (নতুনদের জন্য)
প্রতিদিন আপনাকে আপনার পোস্ট কোড দিতে হবে। তারা যদি একই ধরনের পোস্ট কোড বারবার গ্রহণ না করে আপনি আলাদা আলাদা পোস্ট কোড দিয়ে আবার চেষ্টা করে দেখবেন। আপনি কিছু ঘন্টা পর পর এখানে চেষ্টা করতে পারেন।
Saint lucia National lottery
আপনি যদি Saint Lucia National Lottery লিখে গুগলে সার্চ করেন তাহেল আপনি। ফ্রিতে টাকা ইনকাম করার অ্যপস পেয়ে যাবেন। এখান থেকে টাকা ইনকাম কররার জন্য আপনাকে রিজিষ্টেশন করতে হবে এর পর আপানি টাকা ইনকাম করার জন্য খেলতে পারবেন। আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে এই ওয়েবসাইটে প্রবেশ করে রিজিষ্টেশন করে এখনি খেলে শুরু করে দিন।
Free National Lotto
Free National Lotto এটি লিখে আপনি গুগলে সার্চ করেল তাদের ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। এখান থেকে টাকা ইনকাম কারার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে রেজিষ্টেশন করতে হবে। আপনি এখানে প্রতিদিন ডেলি ড্রর মাধ্যমে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।
এই ওয়েবসাইট থেকে অনেকেই প্রতিদিন ফ্রিতে টাকা ইনকাম করছে আপনি চাইলেও তাদের মতো টাকা ইনকাম করতে পারবেন। তাই আপনি যদি ফ্রিতে টাকা ইনকাম করে এখনি ফ্রিতে টাকা ইনকাম করুন।
শেষ কথা
এখানে থাকা সম্পূর্ণ তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা তাই, আপনি যদি এগুলো থেকে প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে এর জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার জন্য কোনো অ্যাপ বা ওয়েবসাইট নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। কেঊ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। তবে কিছু প্রতিস্থান আছেন যারা বিজ্ঞাপন দেখিয়ে সামান্য কিছু টাকা আপনাকে দিবে।