আজকে আমরা বিদ্রোহী কবিতা mcq ও মূলভাব তোমাদের সাথে শেয়ার করব। বিদ্রোহী কবিতা কাজীনজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতায় কবি অন্যায়-অত্যাচারের প্রতি বিদ্রোহ প্রকাশ করেছে। কবিতাটির মধ্য দিয়ে কবি মূলত ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ করেছেন ।
আর তা করতে গিয়ে তিনি বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণ থেকে উপকরণ ও অনুষঙ্গ নিয়ে নিজের বিদ্রোহী সত্তাকে রূপদান করেছেন। এই বিদ্রোহী সত্তার একমাত্র লক্ষ্য— অত্যাচারের অবসান। কবি বিদ্রোহী কবিতার জন্য ব্রিটিশদের কাছে জেল বন্দি হয়েছিলেন, তিনি ঘোষণা করেন, যতদিন পর্যন্ত উৎপীড়িতের ক্রন্দনরোল বন্ধ হবে না, ততদিন পর্যন্ত কবির এই বিদ্রোহী সত্তা লক্ষ্যে অবিচল থাকবে।
বিদ্রোহী কবিতা mcq উত্তর
১। ‘নেহারি’ শব্দের অর্থ কী-?
উত্তর: দেখে এবং প্রত্যক্ষ করে।
২। মহাপ্রলয় শব্দের অর্থ কী-?
উত্তর: সৃষ্টির ধ্বংসকাল।
৩। নটরাজ শব্দের অর্থ কী-?
উত্তর: মহাদেবের আর এক নাম।
৪। কানুন শব্দের অর্থ কী-?
উত্তর: আইন।
৫। টর্পেডো শব্দের অর্থ কী-?
উত্তর: ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র।
৬। ভীম শব্দের অর্থ কী-?
উত্তর: ভীষণ।
৭। ধূর্জটি শব্দের অর্থ কী-?
উত্তর: শিব বা মহাদেবের অন্য নাম।
৮। এলোকেশে শব্দের অর্থ কী-?
উত্তর: যার চুল বা কেশ এলানো।
৯। ‘বিদ্রোহী’ কবিতাটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
১০। কাকে ছাড়া কবি আর কাউকে কুর্নিশ করেন না?
উত্তর: নিজেকে।
১২। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কী মানেন না?
উত্তর: কবি কোনো আইন মানে না।
১১। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কীসের অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন?
উত্তর: কবি নিজেকে পৃথিবীর অভিশাপ হিসেবে ঘোষনা করেছেন।
১৩। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজের হাতে কী রয়েছে বলে উল্লেখ করেছেন?
উত্তর: কবি নিজের এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর অন্য হাতে রণ-তূর্য রয়েছে বলে উল্লেখ করেছেন।
১৫। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কীসের মহা হুংকার বলেছেন?
উত্তর: কবি নিজেকে ইস্রাফিলের শিঙ্গার মহা হুংকার বলেছেন।
১৬। কবি কার ডমুর ত্রিশূল হিসেবে নিজেকে ঘোষণা করেছেন?
উত্তর: কবি পিণাক-পাণির ডমুর ত্রিশূল হিসেবে নিজেকে ঘোষণা করেছেন।
১৭। কবি নিজেকে কার শিষ্য বলে ঘোষণা করেছেন?
উত্তর: কবি নিজেকে বিশ্বামিত্রের শিষ্য বলে ঘোষণা করেছেন।
১৮। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কী দাহন করবেন বলে উল্লেখ করেছেন?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতায় কবি বিশ্বকে দাহন করবেন বলে উল্লেখ করেছেন।
১৯। কবি নিজেকে কার বুকের ক্রন্দন-শ্বাস বলে উল্লেখ করেছেন?
উত্তর: বিধবার বুকের ক্রন্দন-শ্বাস বলে উল্লেখ করেছেন।
২০। কবি নিজেকে কাদের বঞ্চিত ব্যথা বলেছেন?
উত্তর: কবি নিজেকে পথবাসী গৃহহারা যত পথিক রয়েছে তাদের বঞ্চিত ব্যথা বলেছেন।
২১। কবি নিজেকে কাদের মরম বেদনা বলেছেন?
উত্তর: কবি নিজেকে অবমানিতের মরম বেদনা বলেছেন।
২২। ‘ বিদ্রোহী ’ কবিতায় কবি নিজেকে কেমন রবি বলেছেন?
উত্তর: কবি নিজেকে রৌদ্র-রুদ্র রবি বলেছেন।
২৩। কবি কীসের তানে পাশরি যান?
উত্তর: কবি বাঁশরীর তানে পাশরি যান।
২৪। কবি নিজেকে কার হাতের বাঁশরী বলেছেন?
উত্তর: কবি নিজেকে শ্যামের হাতের বাঁশরী বলেছেন।
২৫। কবিকে রুষে উঠতে দেখে কী ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়?
উত্তর: কবিকে রুষে উঠতে দেখে সপ্ত নরক হাবিয়া দোজক ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়।
২৬। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কী ছাপিয়ে ছুটে যেতে চান?
উত্তর: কবি মহাকাশ ছাপিয়া ছুটে যেতে চান।
২৭। কবি কীসের মাধ্যমে বিশ্বে শান্তি আনবেন বলে ঘোষণা করেছেন?
উত্তর: কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করার মাধ্যমে বিশ্বে শান্তি আনবেন বলে ঘোষণা করেছেন।
২৮। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার কুঠার হিসেবে ঘোষণা করেছেন?
উত্তর: কবি নিজেকে পরশুরামের কুঠার হিসেবে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সোনার তরী কবিতার mcq প্রশ্নের উত্তর
২৯। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার কাঁধের হল বলেছেন?
উত্তর: কবি নিজেকে বলরামের কাঁধের হল বলেছেন।
৩০। কবি কী উপড়ে ফেলবেন বলে ঘোষণা করেছেন?
উত্তর: কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলবেন বলে ঘোষণা করেছেন।
৩১। কবির ঘোষণা অনুযায়ী আকাশে বাতাসে কী ধ্বনিবে না?
উত্তর: কবির ঘোষণা অনুযায়ী উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।
৩২। কবির ঘোষণা অনুযায়ী কী ভীম রণ-ভূমে রণিবে না?
উত্তর: কবির ঘোষণা অনুযায়ী অত্যাচারীর খড়গ-কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না।
৩৩। ‘বিদ্রোহী’ কবিতায় অনুসারে কবি কী ছাড়িয়ে উঠেছেন?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতায় অনুসারে কবি বিশ্ব ছাড়িয়ে উঠেছেন।
৩৮। ‘কানুন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কানুন’ শব্দের অর্থ আইন।
৩৯। ভীম কে?
উত্তর: ভীম হলেন মহাভারতে উল্লেখকৃত পঞ্চপান্ডবের দ্বিতীয় পাণ্ডব।
৪১। কাকে ধূর্জাটি বলা হয়?
উত্তর: শিব বা মহাদেবকে ধূর্জটি বলা হয়।
৪৩। ‘বিদ্রোহী’ কবিতায় কীসের সাথে এলানো চুলের তুলনা করা হয়েছে?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সাথে এলানো চুলের তুলনা করা হয়েছে।
৪৪। ‘বিদ্রোহী’-সুত অর্থ কী?
উত্তর: ‘বিদ্রোহী’-সুত অর্থ বিদ্রোহী পুত্র।
৪৫। ‘নিশাবসান’ অর্থ কী?
উত্তর: ‘নিশাবসান’ অর্থ রাতের শেষ বা অবসান।
৪৬। ‘বিদ্রোহী কবিতায় উল্লিখিত ইন্দ্রাণী-সুত কে?
উত্তর: ‘বিদ্রোহী কবিতায় উল্লিখিত ইন্দ্রাণী-সুত হলেন ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত।
৪৭। বেদুইন কী?
উত্তর: বেদুইন হচ্ছে আরব দেশের একটি যাযাবর জাতি।
৪৮। ‘বিদ্রোহী কবিতায় ‘চেঙ্গিস’ বলতে কার কথা বলা হয়েছে?
উত্তর: ‘বিদ্রোহী কবিতায় ‘চেঙ্গিস’ বলতে মোঙ্গল জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা চেঙ্গিস খানের কথা বলা হয়েছে।
৪৯। ‘কুর্নিশ’ শব্দের অর্থ কী?
উত্তর: কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন।
৫০। ‘বিদ্রোহী’ কবিতায় উল্লিখিত ইস্রাফিল কে?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতায় উল্লিখিত ইস্রাফিল একজন ফেরেশতা।
বিদ্রোহী কবিতা mcq আরও পড়তে চাইলে লিংক থেকে পড়তে পারবে। এছাড়াও এর মূলভাব সম্পূর্ণ বিশ্লেষণ এখানে পাবেন।
